
চিকিৎসায় গাফিলতির জেরে রোগী মৃত্যুর অভিযোগে ওয়ার্ডে ঢুকে হুলুস্থুলু চালালেন রোগীর আত্মীয়েরা। তাঁদের অভিযোগ রোগীর শ্বাসকষ্ট থাকা সত্ত্বেও ন্যুনতম অক্সিজেনটুকু রোগীকে দেওয়া হয়নি। একই বেডে শুইয়ে রাখা হয়েছিল ৩ জনকে। সোমবার সকালে এম আর বাঙুর হাসপাতালে মৃত্যু হয় আলমারা বিবির। গত শনিবার মধ্যবয়সী ওই মহিলাকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করেন তাঁর পরিবারের লোকজন। পরিবারের দাবি, রবিবার অবস্থা খারাপ হলেও কোনও চিকিৎসা পাননি তিনি। যার জেরেই তাঁর মৃত্যু হয়। এদিন ওয়ার্ডে ঢুকে ক্ষুব্ধ পরিবারের লোকজন হামলা চালান বলে অভিযোগ। পরে পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে।