
আদালতের নির্দেশে সিবিআই সদর দফতরে তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে গিয়েও ফিরে আসতে হল মদন মিত্রকে। সূত্রের খবর, আইও দিল্লিতে থাকায় তাঁর সঙ্গে দেখা হয়নি। প্রায় ১ ঘণ্টা অপেক্ষার পর ফের ভবানীপুরের হোটেলে ফিরে আসেন মদনবাবু। সারদা মামলায় জামিনে মুক্তি মঞ্জুর করার সময় আলিপুর আদালত নির্দেশ দিয়েছিল মদনবাবু মুক্তি পেলেও তিনি ভবানীপুর থানা এলাকার বাইরে পা রাখতে পারবেন না। যে কারণে নিজের বাড়িও যেতে পারেননি তিনি। ঠিকানা হয়েছে এলগিন রোডের একটি হোটেলের পাঁচতলার একটি কামরা। এদিকে আদালত এও জানিয়েছিল জামিনে মুক্ত থাকাকালীন সপ্তাহে ১ বার করে সিবিআই সদর দফতরে তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে তাঁকে। কিন্তু দুটি নির্দেশে বিরোধ তৈরি হচ্ছিল। কারণ সিবিআই সদর দফতর সিজিও কমপ্লেক্সে। যা ভবানীপুর থানার বাইরে। তাই এদিন সকালে মদনবাবুর আইনজীবীরা আলিপুর আদালতে আবেদন জানান আদালতের নির্দেশ মেনে সিবিআই দফতরে যেতে গেলে মদনবাবুকে ভবানীপুর থানা এলাকার বাইরে যেতে হবে। তাই সেই ছাড়পত্র তাঁকে দেওয়া হোক। সিবিআই আইনজীবীর উপস্থিতিতেই আদালত সেই আবেদন মঞ্জুর করে। এরপর বিকেল সাড়ে তিনটে নাগাদ মদন মিত্র সিজিও কমপ্লেক্সে পৌঁছন। সঙ্গে ছিলেন তাঁর বড়ছেলে ও আইনজীবীরা। কিন্তু একঘণ্টা অপেক্ষা করেও তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা না হওয়ায় ফের হোটেলে ফিরে যান তিনি।