
গেস্ট হাউসে আছেন। রান্নাবান্নাও সেখানেই করতে হচ্ছে। তাই আনাজপত্র কিনতে সাতসকালেই গেস্ট হাউস ছেড়ে বেরিয়ে পড়লেন তিনি। তিনি মদন মিত্র। সকাল থেকেই আগুন ঢালছে সূর্য। তাই যগুবাবুর বাজারে গিয়ে প্রথমেই কিনে নেন একটা গামছা। তারপর মুখের ঘাম মুছে সেই গামছাই কাঁধে ফেলে রীতিমত দরদাম শুরু করেন আনাজ বিক্রেতাদের সঙ্গে। আলু, পেঁয়াজ কেনেনও। তবে বাজারে যাওয়ার আগে প্রথমে একটি মন্দিরে পুজো দেন মদনবাবু। সকালে মদন মিত্রের মত কাউকে বাজারে ঘুরতে দেখে ভিড়ও জমে খুব স্বাভাবিকভাবেই।