বুধবার মেট্রো রেলের কর্মচারি সংগঠনের নির্বাচন। তারই প্রচারে এদিন শ্যামবাজারে মেট্রো রেলের দফতরে গিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। সূত্রের খবর, সেখানে লিফটে ৬ তলায় ওঠার পর আচমকাই লিফটের দড়ি ছিঁড়ে যায়। লিফট ৬ তলা থেকে সটান এসে পড়ে একতলায়। মদনবাবু কোমরে ভয়ানক চোট পান। তাঁর সঙ্গে তখন লিফটে আরও ৩ জন ছিলেন। স্বভাবতই এমন ঘটনায় কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন সকলে। লিফটের দড়ি ছিঁড়ে পরার পরও বিপত্তি পিছু ছাড়েনি। লিফটের মধ্যেই আটকে পড়েন সকলে। লিফটের কারেন্টও চলে যায়। মদনবাবুর দাবি, প্রায় ১ ঘণ্টা তিনি সেখানে আটকে ছিলেন। এদিকে লিফটের মধ্যে আটকে পড়া মদন মিত্র সহ সকলকে উদ্ধারে ব্যস্ত হয়ে পড়েন রেলে আধিকারিকরা। দ্রুত হাজির হয় পুলিশ ও দমকল। এমনকি কাছের মণীন্দ্র কলেজ থেকে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররাও চলে আসে উদ্ধারকাজে হাত লাগাতে। অবশেষে লিফটের দরজা কেটে মদনবাবুকে উদ্ধার করা হয়। আহত মদনবাবুকে দ্রুত কামারহাটির সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর এক্স-রে করা হয়। এদিকে এমন ঘটনার পর মদনবাবু এটাকে নিছক দুর্ঘটনা বলেই মনে করছেন। যদিও কেন লিফটে কোনও লিফটম্যান ছিলেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।