পিয়ানো বাজানোর দৃশ্যের আসল কারসাজি ফাঁস করলেন মাধুরী দীক্ষিত
৩২ বছর আগের সুপারহিট সিনেমা সাজন-এর গোপন কথা এতদিন পর ফাঁস করে দিলেন মাধুরী দীক্ষিত। পিয়ানো বাজানোর সময় কি কারসাজি করা হয়েছিল জানিয়ে দিলেন তিনি।
১৯৯১ সালে বলিউডে তোলপাড় ফেলে দিয়েছিল একটি সিনেমা। বলিউড তারকা সঞ্জয় দত্ত, সলমন খান এবং মাধুরী দীক্ষিত অভিনীত সেই সুপারহিট সিনেমা সাজন হইচই ফেলে দিয়েছিল তার গানের জন্য।
নাদিম-শ্রবণের সুর আর সমীরের লেখা গানের কথার যুগলবন্দি বলিউডের ৩ সুপারহিট নায়ক নায়িকার ছোঁয়ায় আরও জীবন্ত হয়ে উঠেছিল। সেই সাজন সিনেমার প্রতিটি গানই হিট। যারমধ্যে ১টি গান ছিল বহুত পেয়ার করতে হ্যায় তুমকো সনম গানটি।
সিনেমায় মাধুরী দীক্ষিত, যাঁর সিনেমায় নাম ছিল পূজা সাক্সেনা, তাঁকে ১টি পিয়ানো বাজিয়ে অডিটোরিয়ামে গানটি গাইতে দেখা যায়। সেখানে পুরো গানটি জুড়ে মাধুরীকে পিয়ানো বাজাতে দেখা গিয়েছিল ঠিকই, কিন্তু পুরো দৃশ্যায়নে কোনও সময় পিয়ানোর রিডে আঙুল দিতে দেখা যায়নি।
বোঝা যাচ্ছিল মাধুরী পিয়ানো বাজিয়ে গানটি গাইছেন। কারণ পিয়ানো জুড়ে ছিল কেবল সাদা ধোঁয়া। যা পিয়ানোর রিড বলেই নয়, গোটা পিয়ানো জুড়েই ভরেছিল সারাক্ষণ।
৩২ বছর পর ইন্ডিয়ান আইডল ১৩-এ এসে প্রতিযোগী সেঁজুতি দাসের গান শোনার পর মাধুরী জানান গানটি তাঁকে সেই পুরনো দিনের কথা মনে পরিয়ে দিল। যখন পিয়ানো জুড়ে বার হচ্ছিল সাদা ধোঁয়া।
মাধুরী বলেন, পিয়ানোর ওপর সে সময় প্রচুর ড্রাই আইস রাখা হয়েছিল। যাতে প্রচুর সাদা ধোঁয়া ওঠে। ক্যামেরায় যা দেখতে পাওয়া যায়। পিয়ানোর ওপর ড্রাই আইস রেখে সেই সাদা ধোঁয়ার কথা এদিন কার্যত ফাঁস করে দেন মাধুরী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা