মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্ক পিছু ছাড়ছিল না তামিল ছবি মার্শালের। তবে শুক্রবার মাদ্রাজ হাইকোর্টের রায়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন ছবিটির প্রযোজক ও কলাকুশলীরা। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে যে মার্শালের কোনও দৃশ্য আপত্তিকর হওয়ার অজুহাতে তাতে অনৈতিকভাবে কাঁচি চালানো যাবেনা। কোনোভাবেই সিনেমার প্রদর্শন আটকানো যাবেনা।
তবে এদিনের রায় মার্শালের নির্মাতাদের পুরোপুরি স্বস্তিও দিতে পারেনি। সিনেমাটির তেলেগু ভার্সনের ভবিষ্যৎ নিয়ে এখনও পর্যন্ত কোনও দিশা পাওয়া যায়নি। তেলেগু ভার্সন থেকে বিতর্কিত দৃশ্য ও সংলাপ বাদ দিতে তাঁরা প্রস্তুত বলে ছবিটির নির্মাতারা জানিয়েছেন। ১৩০ কোটি টাকা বাজেটের ছবি মার্শাল মুক্তির পর এখনও অবধি প্রায় ২০০ কোটি টাকা আয় করেছে।