World

মূল্য শূন্য, মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষে আসছে ১২টি স্মারক ব্যাঙ্ক নোট

এসব ব্যাঙ্ক নোটের কোনও মূল্যমান নেই। ভ্যালু হল শূন্য। তবে তার মূল্য আছে। কারণ মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে এই ব্যাঙ্কনোটগুলি প্রকাশ্যে আসতে চলেছে। ১২টি স্মারক নোট আনতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীর একটি সংস্থা। এমন নোট এই প্রথম আসছে। অদ্যাবধি বিশ্বে এমন স্মারক নোট দেখা যায়নি। এই সিরিজের ১২ ধরণের নোটের বৈশিষ্ট্যই হল এই নোট দিয়ে কিছু কেনা যায়না। বরং এই নোটই মোটা অঙ্কের অর্থ ব্যয় করে কিনতে হবে। তাও আবার লিমিটেড এডিশন।

সিরিজের ১২ ধরণের নোটের মধ্যে প্রথম ২ ধরণের নোট কেবল ৫ হাজার করেই ছাপা হবে। মহাত্মা গান্ধীকে সম্মান জানিয়ে এই নোট বাজার থেকে কিনতে হবে। তবে মাত্র ৫ হাজারটি করে নোট ছাপা হওয়ায় অর্থ থাকলেও কেনাটা সহজ হবেনা। দুবাইয়ের নামিসবিং গ্রুপ জানিয়েছে, তারা এই নোটগুলি বিশ্বের কয়েকটি মাত্র বাছাই করা বিপণিতে বিক্রির বন্দোবস্ত করবে। এছাড়া অনলাইনে পাওয়া যাবে নোটগুলি।


১২টির সিরিজের প্রথম ২টি নোটই এখন বাজারে আসছে। তবে সংস্থার তরফে জানানো হয়েছে আগামী ২ অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে সিরিজের সব নোট বাজারে আনা হবে। মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষকে সম্মান জানিয়ে এই ভাবনার অভিনবত্বের তারিফ করছেন অনেকেই।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button