Sports

অবসর নিয়ে সব ধোঁয়াশা কাটিয়ে দিলেন ধোনি

মহেন্দ্র সিং ধোনি কী তবে সব ধরনের ক্রিকেট থেকেই এবার অবসর নিচ্ছেন? হলুদ জার্সিতেও কী রবিবারই ছিল তাঁর শেষ ম্যাচ? সব ধোঁয়াশা কাটালেন ধোনি নিজেই।

আবুধাবি : রবিবার ছিল এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের শেষ ম্যাচ। প্লে অফের কোনও সুযোগ তাদের সামনে ছিলনা। পঞ্জাবের বিরুদ্ধে ছিল খেলা। ততক্ষণে সাধারণ মানুষ তো বটেই অনেক ক্রিকেট মহলের লোকজনও ধরেই নিয়েছিলেন ধোনির এটাই শেষ ম্যাচ হলুদ জার্সিতে।

এবারের আইপিএল-এ তাঁর ব্যাট সেভাবে কথা বলতে পারেনি। দলও ব্যর্থ। সেখানে দাঁড়িয়ে ধোনি হয়তো ছেড়েই দিচ্ছেন চেন্নাই সুপারে খেলা। সব ধরনের ক্রিকেট থেকেই এবার অবসর নিচ্ছেন তিনি।


অনেকে তো তাঁকে শেষ ম্যাচের পর সম্মান জানাতেও তৈরি ছিলেন। যেহেতু ধোনি নিজে মুখে কিছু জানাননি। আর আপামর মানুষের জিজ্ঞাসা ছিল ধোনি কী অবসর নিচ্ছেন? তাই টসের পর মাঠেই ধোনিকে প্রশ্ন করে বসেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ড্যানি মরিসন।

হলুদ জার্সিতে কী এটাই ধোনির শেষ ম্যাচ? প্রশ্নটা শুনে মুচকি হাসেন ধোনি। তিনিও হয়তো জানতেন এমন একটা প্রশ্ন যে কোনও সময় তাঁর দিকে ধেয়ে আসতে পারে। তাই উত্তর তৈরিই ছিল।


ধোনি মাত্র ২টি শব্দে জানিয়ে দেন তাঁর সিদ্ধান্ত। ডেফিনেটলি নট! অর্থাৎ অবশ্যই না। তিনি অবসর নিচ্ছেন না। খেলবেন আরও ক্রিকেট।

ধোনির উত্তরের পরই সব জল্পনায় জল পড়ে যায়। রবিবার উত্তরটা দেওয়ার পর ধোনি হাসছিলেন। পিছনে দাঁড়ানো বিপক্ষ দলের অধিনায়ক কেএল রাহুলের মুখেও হাসি দেখা যায় ধোনির উত্তরে।

মহেন্দ্র সিং ধোনির এই উত্তরের পরই তাঁর অনুরাগীরা সোশ্যাল সাইটে খুশি ব্যক্ত করেন নানাভাবে। তাঁরাও চাইছিলেন ধোনি আরও খেলুন। তবে ধোনির মুখ থেকে না জানা পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছিলেননা। তাঁরা এদিনের উত্তরের পর নিশ্চিন্ত হয়ে যান।

পরের আইপিএল-এও ধোনিকে এভাবেই চেন্নাই দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে। এর আগেই অবশ্য চেন্নাই কর্মকর্তারা গত অগাস্ট মাসে পরিস্কার করে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের হয়ে ২০২১ এবং ২০২২ সালের আইপিএল-এ অংশ নেবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button