কেঁদে ভাসানো ছোট্ট মেয়েটাকে অনন্য উপহার দিলেন ধোনি
আইপিএল-এর কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে দিল্লি ও চেন্নাইয়ের মধ্যে ম্যাচ গড়ায় টানটান উত্তেজনায়। সেই খেলায় চেন্নাইয়ের জন্য কেঁদে ভাসানো ছোট্ট মেয়েটাকে নিজে উপহার দিলেন ধোনি।
যখন চেন্নাইয়ের ভাগ্য হার ও জিতের মাঝে ঝুলছিল, তখন কখনও তাদের পাল্লা ভারী হচ্ছিল তো কখনও হালকা। আর চেন্নাই হারতে পারে এমন পরিস্থিতি হলেই কেঁদে ভাসাচ্ছিল ছোট্ট মেয়েটা।
গ্যালারিতে মায়ের সঙ্গে দাঁড়িয়ে একটানা কেঁদে যাচ্ছিল সে। চেন্নাই হারবে এটা সে মেনে নিতে পারছিলনা। তারপর যখন খেলার প্রায় শেষ লগ্নে পৌঁছে ধোনি তাঁর সেই পুরনো ছন্দে ফিরে একটা একটা করে ম্যাচ জেতানো শট মারছিলেন তখনও গ্যালারিতে দাঁড়িয়ে কিছুতেই কান্না ধরে রাখতে পারছিলনা মেয়েটা।
অবশেষে ধোনির একটা সপাট চার ম্যাচ জিতিয়ে দেয় চেন্নাইকে। ক্যামেরা বার বার মেয়েটির কান্নার দিকে তাক করছিল। জয়ের পর যখন সে বুঝতে পারে য়ে চেন্নাই জিতেছে, তখন তার আনন্দের কান্নাও অঝোরে ঝরতে থাকে। তার মা তাকে জড়িয়ে ধরে স্বাভাবিক করার চেষ্টা করেন।
জয়ের পর ওই ক্ষুদে সমর্থকের কান্নার কথা মহেন্দ্র সিং ধোনির কানে যে পৌঁছয়নি এমনটা নয়। আর তা পৌঁছতেই ধোনি তাঁর ওই ক্ষুদে সমর্থকের কাছে গিয়ে একটি অটোগ্রাফ দেওয়া বল উপহার দেন। যা ওই ছোট্ট মেয়েটার জন্য ছিল অমূল্য উপহার।
ধোনির হাত থেকে উপহার পেয়ে সে আরও আপ্লুত হয়। এমন এক মুহুর্ত কিন্তু চেন্নাই-দিল্লি ম্যাচে একটা বড় পাওনা হয়ে রয়ে গেল। ছোট্ট মেয়েটির কান্নার ছবি এদিন জয় ছাড়াও এক অনন্য উপহার দিল চেন্নাইকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা