Sports

আইপিএলে এই কৃতিত্ব কারও নেই, ইতিহাস গড়লেন ধোনি

তাঁর নামে যাদু আছে। আর তা কেন আছে তা বারবার প্রমাণ করে দিয়েছেন ধোনি। এবার তিনি এমন এক কৃতিত্ব গড়লেন যা আইপিএলে আর কারও নেই।

মহেন্দ্র সিং ধোনি এমন একটা নাম যা ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিদের তালিকায় ঝলমল করে। ধোনি যে কেন সেই উচ্চতায় পৌঁছেছেন তা তিনি আজও তাঁর কাজ দিয়ে প্রমাণ করতে থাকেন।

আইপিএল শুরু হয় ২০০৮ সালে। তবে থেকে এখনও পর্যন্ত সব আইপিএল মেলালে সেখানে খেলা দেশি বিদেশি খেলোয়াড়ের সংখ্যা নেহাত কম হবেনা।


সেই বিশাল তালিকায় মহেন্দ্র সিং ধোনি এখন এমন একটা নাম যিনি ইতিহাস গড়ে ফেলেছেন। এমন ইতিহাস যা আইপিএল খেলা কোনও ক্রিকেটারের ঝুলিতে নেই।

মহেন্দ্র সিং ধোনি আইপিএল শুরুর পর থেকে খেলেছেন ২৫৯টি ম্যাচ। ২টি জার্সিতে তাঁকে আইপিএল খেলতে দেখা গেছে। চেন্নাই সুপার কিংস এবং রাইজিং পুনে সুপার জায়ান্টস, এই ২টি দলের হয়ে খেলতে দেখা গেছে ধোনিকে।


পুনে দলটিতে ক্ষণস্থায়ী হলেও সেখানে ধোনি ছিলেন প্রধান আকর্ষণ। সেই দল এবং তাঁর চেন্নাই সুপার কিংস মিলিয়ে ধোনি ২৫৯টি ম্যাচের মধ্যে ১৫০টি ম্যাচ জিতে রেকর্ড গড়লেন আইপিএলে।

এখনও পর্যন্ত আইপিএল খেলা কোনও খেলোয়াড় ১৫০টি ম্যাচ জেতার অনন্য কৃতিত্ব অর্জন করতে পারেননি। চেন্নাইয়ে সানরাইজার্স হায়দরাবাদকে রবিবার হারিয়ে দেওয়ার পর ধোনি ১৫০টি আইপিএল ম্যাচ জেতার কৃতিত্বের অধিকারী হলেন।

ধোনি মাঠে নামলে গ্যালারি জুড়ে যে হর্ষধ্বনি শোনা যাচ্ছে তার ডেসিবল কত তার হিসাবে জানা যাচ্ছে এবার। সম্প্রচারের সময় তা দেখিয়ে দেওয়া হচ্ছে। সেই শব্দও রেকর্ড গড়তে পারে বলে মনে করেন অনেকে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button