লুকিয়ে বাড়িতে ঢোকা আগন্তুককে মাঝরাতে যত্ন করে খাওয়ালেন বৃদ্ধা
লুকিয়ে বাড়িতে ঢুকে পড়েছিল সে। তারপর পৌঁছে গিয়েছিল সটান বৃদ্ধার শোওয়ার ঘরে। বৃদ্ধাকে মারধরও করে সে। বিনিময়ে তাকে যত্ন করে খাওয়ান বৃদ্ধা।
সেদিন রাতে ঘুমোচ্ছিলেন তিনি। এমন সময় মাঝরাতে ঘুম ভেঙে যায়। বেশ অনুভব করেন অন্ধকার ঘরে কেউ ঘুরছে। কেউ বাড়িতে লুকিয়ে ঢুকেছে। পৌঁছে গেছে তাঁর ঘরেও। তিনি জেগে উঠতেই ওই আগন্তুক তাঁকে হুঁশিয়ার করে। জানায় কিছু করার চেষ্টা করলে মার খেতে হবে তাঁকে। ৮৭ বছরের বৃদ্ধার পক্ষে তেমন কিছু করাও কি সত্যিই সম্ভব!
বৃদ্ধার বুঝতে বাকি থাকেনা যে ঢুকেছে সে চুরির উদ্দেশ্যেই হয়তো প্রবেশ করেছে। তিনি ওই অনুপ্রবেশকারীকে একটা ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু পাল্টা তাঁকে চেপে ধরে দেওয়ালের দিকে নিয়ে যায় ওই তরুণ শক্তিশালী হাত।
দেওয়ালে চেপে ধরে বৃদ্ধাকে। কোনওক্রমে ধস্তাধস্তি করে তার হাত ছাড়িয়ে ওই বৃদ্ধা সাহায্যের জন্য চিৎকার করে ওঠেন। কিন্তু কেউ তাঁর কথা ওই মধ্যরাতে শুনতে পাননি। এদিকে বৃদ্ধার সঙ্গে ধস্তাধস্তির পর ওই আগন্তুক সোজা চলে যায় রান্নাঘরের দিকে। বৃদ্ধা এবার জানতে চান তার কি চাই।
ওই আগন্তুক এবার মুখ খোলে। সবিনয়ে জানায় দীর্ঘ সময় ধরে তার পেটে কিছু পড়েনি। প্রবল ক্ষুধার্ত সে। খিদেয় পেট চুঁইচুঁই করছে।
বৃদ্ধা সেকথা শুনে দ্রুত তার খাওয়ার ব্যবস্থা করেন। পেট ভরেই জলখাবার খায় সে। যদিও ওই আগন্তুক যখন খিদের মুখে উপাদেয় জলখাবার খেতে ব্যস্ত, তখন ফাঁক বুঝে পুলিশে ফোন করে দেন বৃদ্ধা।
পুলিশ যতক্ষণে এসে হাজির হয় তার আগেই অবশ্য ওই তরুণ বাড়ি ছেড়ে চলে গেছে। তাতে অবশ্য সে রেহাই পায়নি। সামান্য সময়ের মধ্যেই পুলিশ তাকে পাকড়াও করে।
ওই আগন্তুকের এখনও ১৮ বছর বয়স হয়নি। সবচেয়ে বড় কথা, বৃদ্ধা জানিয়েছেন তিনি ওই ছেলেটিকে চেনেন। এই খবর ওই বৃদ্ধা স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারের মাধ্যমে জানিয়েছেন। আমেরিকার ব্রুনসউইক শহরে এই ঘটনাটি ঘটেছে।