Festive Mood

রাজ্য বদলালে বদলে যায় মকরসংক্রান্তির নাম, পালনের রীতি রেওয়াজ

মকরসংক্রান্তি দেশের বিভিন্ন প্রান্তে পালিত হয়। মকরসংক্রান্তি কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে পরিচিত। পালনের নিয়মও আলাদা।

মকরসংক্রান্তি মানেই তো দেশজুড়ে আনন্দ উৎসব, খাওয়াদাওয়া, ঘুড়ি ওড়ানো, পিঠেপুলি, তিল, গুড়। মকরসংক্রান্তি দেশের নানা প্রান্তে নানা নামে পরিচিত। উৎসব পালনের রীতি নিয়মও আলাদা। বাংলায় এদিন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পৌষসংক্রান্তি। পৌষ মাসের শেষ দিন।

বাংলায় পৌষসংক্রান্তি নামেই পরিচিত মকরসংক্রান্তি। এদিন বাংলা জুড়ে পিঠেপুলি খাওয়ার রীতি বহুদিনের। বাংলার লাগোয়া রাজ্য অসমে আবার এদিন মাঘ বিহু।


মাঘ বিহু উপলক্ষে অসম জুড়ে নানা পুরনো সুস্বাদু পদ রান্না হয়। আগুন জ্বালিয়ে তা ঘিরে নাচে মেতে ওঠেন মানুষজন। উত্তরপ্রদেশে আবার মকরসংক্রান্তি মানেই খিচুড়ি।

উত্তরপ্রদেশে খিচুড়ি পরব নামেই মকরসংক্রান্তি বেশি পরিচিত। এদিন সকলে বাড়িতে খিচুড়ি খাবেনই। পঞ্জাবের অন্যতম প্রধান উৎসব লহরী পালিত হয় এই দিন।


যদিও লহরী ১৩ জানুয়ারি পালিত হয়। তবে পঞ্জাবে মকরসংক্রান্তিতেও লহরী সমান উৎসাহে পালিত হয়। এদিন সকলে আগুন জ্বালিয়ে তার পাশে ভাংরা নাচে মেতে ওঠেন। গাওয়া হয় পঞ্জাবের নানা পল্লীগীতি।

গুজরাটে মকরসংক্রান্তি পরিচিত উত্তরায়ণ নামে। গুজরাট এদিন মেতে ওঠে ঘুড়ি ওড়ানোয়। ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে নানা উৎসবও পালিত হয়। সেই সঙ্গে খাওয়াদাওয়া তো আছেই।

মহারাষ্ট্রে মকরসংক্রান্তি পরিচিত সংক্রান্তি নামে। মহারাষ্ট্র জুড়েও দিনটি উৎসবের মেজাজে পালিত হয়। মহারাষ্ট্রে আবার প্রায় প্রতি বাড়িতেই তিল ও গুড় দিয়ে তৈরি নাড়ু, তক্তি খাওয়ার রেওয়াজ আছে।

কর্ণাটকে দিনটি মকর সংক্রমণ নামে পরিচিত। এদিন কর্ণাটকের মানুষ বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো দেন। আর নিজেদের মধ্যে আখ আদানপ্রদান করেন।

লাগোয়া রাজ্য তামিলনাড়ুতে আবার মকরসংক্রান্তি পালিত হয় পোঙ্গল নামে। তামিলনাড়ুর অন্যতম প্রধান উৎসব হল পোঙ্গল। এদিন ঘরে ঘরে নতুন চাল দিয়ে পোঙ্গল নামে একটি খাবার তৈরি করা হয়। এদিন পুজো হয় তামিলনাড়ুতে।

কেরালায় মকরসংক্রান্তি পালিত হয় মকর ভিলাক্কু নামে। এই দিন কেরালার মানুষজন শবরীমালা মন্দিরে গিয়ে মকর জ্যোতি দর্শন করেন। ফলে মকরসংক্রান্তির দিন শবরীমালা মন্দিরে ভক্তের ঢল চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button