মকরসংক্রান্তি উপলক্ষে মঙ্গলবার সারাদিনই চলল পুণ্যস্নান। সে প্রয়াগরাজে অর্ধকুম্ভের শাহি স্নান হোক বা গঙ্গাসাগরে পুণ্যস্নান। এদিন বিভিন্ন নদীতেই কিন্তু মানুষজন ডুব দিয়েছেন। বীরভূমে অজয় নদের ধারে কেন্দুলির মেলাতেও বহু মানুষের সমাগম হয়েছে। সেখানেও ভোর থেকেই অজয় নদের জলে শুরু হয় পুণ্যস্নান। চলে সারাদিন।
সাধারণ মানুষের পাশাপাশি এদিন অনেক সেলেব্রিটিও পুণ্যস্নান করেন। স্নান করেন রাজনীতির হুজ হু-রা। যে তালিকায় ছিলেন তৃণমূল নেতা তথা মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, অরূপ বিশ্বাস। এঁদের ২ জনকেই মঙ্গলবার দেখা যায় গঙ্গাসাগরে। স্বভাবতই সেখানে উপস্থিত সাধারণ মানুষ মোবাইলে এই ২ দাপুটে নেতার ছবি তুলে রাখেন। জমে যায় ভিড়। সুব্রত মুখোপাধ্যায় স্নান না করলেও মাথায় জল ছিটিয়ে নেন। পা ভেজান সাগরের জলে। অরূপ বিশ্বাস অবশ্য স্নান করেন।
মকরসংক্রান্তিতে অজয় নদের জলে স্নান করেন বহু মানুষ। অজয় নদে এসময়ে জল থাকে সামান্যই। সেই জলেই এদিন খালি গায়ে নেমে পড়েন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন দলীয় নেতা কর্মীরা। অজয়ের কনকনে ঠান্ডা জলে পুণ্য স্নান সারেন তিনি।