
বনি কাপুরের ছেলে অর্জুন কাপুর ও প্রাক্তন আরবাজ ঘরণী মালাইকা অরোরা নিজেদের প্রেমের পরিণতি দিতে চলেছেন সামনের বছর? একটি প্রথম-সারির সিনেমা ম্যাগাজিনে প্রকাশিত সেই রিপোর্ট এবার কার্যত জল্পনার আগুনে ঘৃতাহুতি দিল। আরবাজ খানের সঙ্গে ১৮ বছরের বিবাহিত জীবন কাটিয়েছেন ৪৫ বছরের মালাইকা। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। কারণ নাকি ছিলেন অর্জুন কাপুর! ৩৩ বছরের অর্জুন নাকি আরবাজ ঘরণীর সঙ্গে প্রেমের সম্পর্কে তখনই জড়িয়ে পড়েছিলেন। একে অপরকে ছেড়ে থাকতে পারছিলেননা। ফলে সংসারে অশান্তি। ভেঙে যায় বিয়ে। বিয়ে ভেঙে যাওয়ার পর অবশ্য অনেকটাই ঝাড়া হাত পা হয়ে যান মালাইকা। অর্জুনের সঙ্গে প্রেম ক্রমশ গভীর হতে থাকে।
সম্প্রতি নেটিজেনদের নজরে পড়েছে ভাইরাল হওয়া একটি ছবি। যেখানে ইতালিতে জন্মদিন কাটাতে যাওয়া মালাইকাকে বিমানবন্দরে অর্জুনের সঙ্গে হাত ধরাধরি করে যেতে দেখা যায়। সম্প্রতি একটি জনপ্রিয় টিভি শোতেও তাঁদের ২ জনকে স্টেজে নাচতে দেখা গেছে। সব মিলিয়ে অর্জুন-মালাইকার গভীর সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল। এবার ফিল্ম ম্যাগাজিনের রিপোর্ট সেই জল্পনাকে আরও শক্তিশালী করল। তবে কী সত্যিই ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন মালাইকা? দেখা যাক সময় কী উত্তর দেয়।