পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশের সোয়াট উপত্যকা। এখানেই বাড়ি শান্তির জন্য নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের। সেই উপত্যকাতেই ৫ বছর আগে নারীশিক্ষার পক্ষে সওয়াল করে তালিবান জঙ্গিদের চক্ষুশূল হন তিনি। কিশোরী মালালাকে একদম কাছ থেকে গুলি করে পালায় জঙ্গিরা। তারা ধরেই নিয়েছিল মারা গেছে মালালা। স্তব্ধ হয়েছে নারী শিক্ষার পক্ষে আওয়াজ তোলা কণ্ঠ। কিন্তু বিধাতার বোধহয় তাতে আপত্তি ছিল। আশঙ্কাজনক অবস্থায় মালালাকে বিশেষ বিমানে ইংল্যান্ডে নিয়ে গিয়ে চিকিৎসা করে সুস্থ করে তোলা হয়। বিশ্বের কনিষ্ঠতম নোবেলজয়ী হন মালালা। সেই মালালা শনিবার তাঁর পৈতৃক ভিটেয় ফিরে এলেন।
এখানেই শৈশব, এখানেই বড় হওয়া। কত স্মৃতি জড়িয়ে আছে এই উপত্যকার আনাচে কানাচে। পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী মালালা ইউসুফজাই ৫ বছর পর নিজের বাড়ি ফিরে আনন্দ ধরে রাখতে পারেননি। চোখের জল বাঁধ মানেনি। মালালা জানিয়েছেন, একদিন পড়াশোনা শেষ করে এখানেই ফিরতে চান তিনি।