World

শপিং মলে আচমকা হাজির ৬৮৫ জন স্পাইডার-ম্যান

আর পাঁচটা শপিং মলের মত সেদিন এই শপিং মলটিও খুলেছিল। কিন্তু মুহুর্তে তা বদলে যায় স্পাইডার-ম্যানের ভিড়ে। যা দেখে মলে আসা মানুষজনও হতবাক।

যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই স্পাইডার-ম্যান ঘুরে বেড়াচ্ছে। স্পাইডার-ম্যানের সেই পুরনো আদি অনন্ত পোশাক লাল ও নীলের আপাদমস্তক আস্তরণ যেমন ছিল, তেমন আবার স্পাইডার-ম্যানকে নিয়ে একাধিক সিনেমায় যেভাবে স্পাইডার-ম্যানের পোশাকে বদল এসেছে তাও দেখা গেছে।

একটি শপিং মলে হাজির হওয়া ৬৮৫ জন স্পাইডার-ম্যানকে দেখে প্রাথমিক হতভম্ব ভাব কাটিয়ে সেখানে উপস্থিত অন্যরা সব ফেলে স্পাইডার-ম্যানদের কাণ্ড দেখতে থাকেন।


এদিকে ৬৮৫ জন স্পাইডার-ম্যান ছিলেন নানা বয়সের এবং আকারের। কেউ ছোট, কেউ বিশাল চেহারার, কেউ মহিলা, কেউ পুরুষ, কারও আবার কোলে শিশু এবং সেই শিশুর পরনেও স্পাইডার-ম্যানের পোশাক।

শপিং মলের মধ্যবর্তী অংশের বিশাল ফাঁকা জায়গায় সব স্পাইডার-ম্যানেরা হাজির হয়েছিলেন। এক জায়গায় এত স্পাইডার-ম্যান একটি বিশ্বরেকর্ড তৈরি করেছে। নানা বয়সের মানুষজনই স্পাইডার-ম্যানের পোশাকে যে সেখানে হাজির হন তা বলাই বাহুল্য।


স্পাইডার-ম্যানের এই বিশাল ভিড় জমেছিল মালয়েশিয়ার একটি শপিং মলে। যেখানে আয়োজকদের দাবি মেনে কমপক্ষে ৫ মিনিট স্পাইডার-ম্যানের পোশাকে কাটাতে হয় মানুষজনকে।

এর আগে এক জায়গায় সবচেয়ে বেশি স্পাইডার-ম্যানের জমায়েত হয়েছিল ভারতে। ২০২১ সালের ডিসেম্বরে স্পাইডার-ম্যান সেজে ৬০১ জন জমায়েত হয়েছিলেন মুম্বইতে। সেটাই রেকর্ড তৈরি করেছিল। সেই রেকর্ড ভেঙে দিল মালয়েশিয়ার মলে ৬৮৫ জন স্পাইডার-ম্যানের একসঙ্গে জমায়েত।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button