রাতে অন্তর্বাস শুকোতে দিচ্ছেন, ভোরে দেখছেন নেই, মহিলাদের মাথায় হাত
রাতে বারান্দায় অন্তর্বাস শুকোতে দিয়ে ঘুমোতে যাচ্ছেন। ভাবছেন রাতের মধ্যে শুকিয়ে গেলে সকালে তুলে নেবেন। কিন্তু সকালে দেখছেন তা আর নেই।
এক নতুন চিন্তার নাম রাতারাতি মহিলাদের অন্তর্বাস বেপাত্তা হওয়া। একের পর এক বাড়িতে এই কাণ্ড ঘটার পর এখন রাতে অন্তর্বাস শুকোতে দিতে ভয় পাচ্ছেন মহিলারা। এমনও বাড়ি রয়েছে যেখানে একবার নয়, একাধিক রাতে অন্তর্বাস চুরি গেছে।
আরও যেটা অবাক করা তা হল মহিলারা অন্তর্বাসের সঙ্গে পরনের অন্য পোশাকও শুকোতে দিচ্ছেন, কিন্তু তা কেউ নিচ্ছে না। নিচ্ছে কেবল অন্তর্বাস। কীভাবে রাতারাতি বেপাত্তা হয়ে যাচ্ছে মহিলাদের অন্তর্বাস? উত্তর পাওয়া যে যায়নি তা নয়।
ক্যামেরায় ধরা পড়েছে গাড়ি করে এসে পাঁচিল টপকে কেউ এই অন্তর্বাস চুরি করছে। তবে সে কে তার খোঁজ মেলেনি। কেনই বা সে লুকিয়ে রাতের অন্ধকারে কেবল মহিলাদের অন্তর্বাস নিয়ে পালাচ্ছে তাও পরিস্কার নয়।
তবে মালয়েশিয়ার জোহোর রাজ্যে এখন এই অন্তর্বাস চুরি রীতিমত শোরগোল ফেলে দিয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্ট-এ এই সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। এছাড়াও মালয়েশিয়ার অনেক সংবাদমাধ্যমেই এই খবর সাড়া ফেলেছে।
সমাজ মাধ্যমেও রাতের অন্ধকারে এভাবে সকলের অলক্ষ্যে বারান্দায় শুকোতে দেওয়া অন্তর্বাস নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ছড়িয়ে পড়েছে। মহিলাদের অন্তর্বাস চুরি করে তা জমিয়ে কি লাভ হচ্ছে সেটাও পরিস্কার নয়।
তাই উদ্দেশ্য পরিস্কার নয়। এদিকে মহিলাদের রাতে ঘরের বাইরে খোলা জায়গায় অন্তর্বাস শুকোতে না দেওয়ারই পরামর্শ দিয়েছে শহর প্রশাসন।