২টি সেনা আউটপোস্টে সেনাবাহিনীর জমায়েত ছিল যথেষ্ট। হয়তো সে খবর জঙ্গিদের কাছেও ছিল। তাই অতর্কিতেই ২টি আউটপোস্টে হামলা চালায় তারা। তাদের ওপর এভাবে যে হামলা হতে পারে তা বোধহয় বুঝে উঠতে পারেনি মালি সেনা। ফলে আত্মরক্ষার চেষ্টা শুরুর আগেই তাদের ২৫ জন সেনাকে গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা। শুধু ২৫ জন সেনাকে হত্যা করাই নয়, ৬০ জন সেনার হদিস নেই। ফলে তাঁদের জঙ্গিরা পণবন্দি করে নিয়ে গেছে কিনা তা বোঝা যাচ্ছে না।
মালি সরকার অবশ্য জানিয়েছে সেনা পাল্টা হামলা চালায়। সেখানে ১৫ জন জঙ্গিকে খতম করে তারা। পুনর্দখল করে সেনা পোস্টগুলিও। এই ২টি আউটপোস্ট ছিল মালি ও বুরকিনা ফাসো-র সীমান্তবর্তী শহর বুকেসি ও মোনডোরো-তে। এখানে মালি সেনা বুরকিনা ফাসোর সেনা ও ফ্রান্সের সেনার সঙ্গে যৌথভাবে জঙ্গি নিকেশের লড়াই চালাচ্ছে। ফলে জঙ্গিরাও মালি সেনার ওপর পাল্টা আঘাত হানার চেষ্টা চালাচ্ছে।
মালিতে জিহাদি হিংসা ও জাতিগত সংঘর্ষ ২০১২ সাল থেকে চলে আসছে। তারপর থেকে মালির মাটি মাঝেমধ্যেই ভাসে রক্তে। পশ্চিম আফ্রিকার মালি, নিগার, বুরকিনা ফাসো, মৌরিতানিয়া ও চাদ, এই ৫ রাষ্ট্র ফ্রান্সের সেনার সাহায্যে সেখান থেকে জঙ্গি সমস্যা দূর করে শান্তি ফেরাতে অনেক দিন ধরেই তৎপর লড়াই চাচ্ছে। পাল্টা জঙ্গিরাও আঘাত হানছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা