চিনের একটি সংস্থার হাতে দেশের নিরাপত্তা সংক্রান্ত নথি তুলে দেওয়া হচ্ছে। একটা চিনা সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য দেশের মানুষকে ভয়ংকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। হাতে গোনা কয়েকটা সংস্থার হয়ে কেন্দ্র কাজ করছে। পেটিএমের ফেরিওয়ালা সেজে ঘুরছেন খোদ প্রধানমন্ত্রী। কেন? কী উদ্দেশ্যে একটি চিনা সংস্থাকে এই সুযোগ দেওয়া হচ্ছে? এর পিছনে বড় কোনও কেলেঙ্কারি রয়েছে। এদিন ফের একবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই ভাষায় তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন, নোট বাতিলের পর দেশবাসীর কাছে ৫০ দিন সময় চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর অবস্থা স্বাভাবিক হয়ে যাবে বলে দাবি করেছিলেন তিনি। কিন্তু বাস্তবে তা হয়নি। এদিন শেষ হয়েছে সেই ৫০ দিন। এখনও চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন দেশবাসী। যা পরিস্থিতি তাতে অবস্থা আরও খারাপের দিকে যাবে। এভাবে দেশবাসীর কাছে কথা রাখতে না পারার জন্য নরেন্দ্র মোদীর সরে দাঁড়ান উচিত। দেশের এই অবস্থায় জাতীয় সরকার গঠনেরও প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি অভিযোগ করেন দেশের মনীষীদের নাম নিয়ে লটারি করছে মোদী সরকার। তফশিলি জাতিদের অসম্মান করছেন। বি আর আম্বেদকরের মত ব্যক্তিত্বের নামে লটারি করা হচ্ছে। এভাবে নিম্নরুচির পরিচয় দিচ্ছে কেন্দ্র।