রাজ্য সরকারি কর্মচারিদের জন্য সুখবর। ১০ শতাংশ মহার্ঘভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানুয়ারি থেকে এই মহার্ঘভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা। মুখ্যমন্ত্রী বলেন, প্রতি বছরই জানুয়ারিতে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘভাতা দিয়ে থাকে রাজ্য সরকার। গত বছরও ১০ শতাংশই মহার্ঘভাতা ঘোষণা করা হয়েছিল। এবার সেই একই ঘোষণা করা হল বলে জানিয়ে মুখ্যমন্ত্রী আক্ষেপের সুরে বলেন, কেন্দ্র অনেক টাকা মহার্ঘভাতা দিতে পারে। কিন্তু রাজ্য সরকারে কাছ থেকে অনেক টাকা কেন্দ্র কেটে নিয়ে যাচ্ছে। ফলে অত টাকা দেওয়ার সামর্থ্য রাজ্য সরকারের নেই। তবে যেটুকু সামর্থ্য তাতে ১০ শতাংশ মহার্ঘভাতা জানুয়ারি থেকে দেওয়া হবে। ১০ শতাংশ মহার্ঘভাতা ঘোষণার পর কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘভাতার ফারাক কমে দাঁড়াল ৪৬ শতাংশে।