প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা দেশ চালানো সম্ভব নয়। দেশের স্বার্থে অবিলম্বে জাতীয় সরকার গঠন করা হোক। কে কোন দল করেন তা ভুলে সকলের উচিত জাতীয় সরকার গঠনে উদ্যোগী হওয়া। এদিন টাউন হলে ফের একবার নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে এভাবেই কেন্দ্রে জাতীয় সরকার গঠনে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে রাষ্ট্রপতি বিশাল ভূমিকা পালন করতে পারেন বলে মনে করিয়ে দেন মমতা। প্রধানমন্ত্রীকে কালিদাস বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, মোদী যে ডালে বসে আছেন, সেই ডালই কাটছেন। এদিন মমতা দাবি করেন, নোট বাতিলের সিদ্ধান্তের জেরে দেশে এখনও পর্যন্ত সাড়ে ৮১ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন। রাজস্ব ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে সাড়ে ৫ হাজার কোটি টাকা। নোট বাতিলের জেরে বাজারে জিনিসপত্রের দাম বাড়বে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বিআইএফআর তুলে দেওয়ারও কড়া ভাষায় এদিন নিন্দা করেন তিনি।