যদি কোনও সরকার ঠিক করে কাজ না করে তাহলে সংবিধানের সবোর্চ্চ পদাধিকারী হিসাবে রাষ্ট্রপতি ব্যবস্থা নিতে পারেন। নোট বাতিলের জেরে দেশে দুর্দিন ঘনিয়েছে। তা থেকে দেশকে রক্ষা করতে ব্যবস্থা নিন। সোমবার বর্ধমানে মাটি উৎসবের সূচনা করে রাষ্ট্রপতির কাছে এমনই আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সুর চড়ান মমতা। তাঁর দাবি, নোট বাতিলের জেরে কৃষক থেকে শুরু করে বহু মানুষ কর্মহীন হয়েছেন। ডিজিটাল ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, অথচ দেশের ৯২ শতাংশ গ্রামে ডাকঘরটুকুও নেই। ব্যাঙ্ক নেই। গত ২ মাসে রাজ্যের রাজস্বে মোটা অঙ্কের ক্ষতি হয়েছে বলেও এদিন দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, শেষ দু’মাসে রাজ্যের রাজস্ব ক্ষতির পরিমাণ ৫ হাজার ৫০০ কোটি টাকা। এত বড় অঙ্কের রাজস্ব ক্ষতি হলে মাইনেটুকুও কোথা থেকে জোগাড় হবে তা নিয়ে চিন্তা ব্যক্ত করেন তিনি। এদিন কেন্দ্রকে কটাক্ষ করে মমতা বলেন, কেন্দ্র সিবিআইকে তাঁদের নেতাদের গ্রেফতার করতে কাজে লাগাচ্ছে। সিবিআই এখন হয়েছে কন্সপিরেসি ব্যুরো অফ ইন্ডিয়া! এদিন বণিকসভাগুলিকেও ঘুরিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। নোট বাতিলের পরও কেন বণিকসভাগুলি নিশ্চুপ তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি বণিকমহলকে সিবিআইয়ের ভয় না পাওয়ার জন্য অনুরোধ করেন তিনি।