পুরীর জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো দেওয়া নিয়ে আপত্তি তুললেন এক সেবায়েত। অশান্তি ছড়ানোর অভিযোগে তাঁকে আটক করেছে পুলিশ। এর পিছনে বিজেপির ইন্ধন রয়েছে বলে মনে করছে তৃণমূলের একাংশ। রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতে ওড়িশায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। আগামী বুধবার তাঁর পুরী মন্দিরে জগন্নাথ দর্শনে যাওয়ার কথা। তার আগেই মমতার পুরী মন্দিরে প্রবেশ ও জগন্নাথ দর্শন নিয়ে মন্দির কমিটির কাছে আপত্তি জানান সেবায়েত সোমনাথ কুণ্ঠিয়া। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় গোমাংস ভক্ষণের পক্ষে সওয়াল করেছেন। এই অবস্থায় তাঁকে মন্দিরে প্রবেশ করতে দিলে বা জগন্নাথ দর্শন করতে দিলে তা লক্ষ লক্ষ মানুষের ভাবাবেগে আঘাত করতে পারে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে মন্দিরে প্রবেশের অধিকার দেওয়া নিয়ে তখনই বিবেচনা করা যেতে পারে যদি তিনি গোমাংস ভক্ষণ নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট করেন।
এদিকে এই বক্তব্য পেশের পরই কুণ্ঠিয়াকে অশান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগে আটক করে পুরী পুলিশ। এদিকে কুণ্ঠিয়ার এই বক্তব্যের পিছনে বিজেপির হাত দেখছে তৃণমূল। যদিও ওড়িশা বিজেপির সভাপতি বসন্ত পণ্ডা জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু এবং তিনি চাইলে শ্রীজগন্নাথ দর্শন করে তাঁর আশীর্বাদ চাইতেই পারেন।