কৃষি ক্ষেত্রে বাংলা ব্যর্থ। বিজেপি সভাপতি অমিত শাহের এই দাবি কার্যত উড়িয়ে দিয়ে পাল্টা তাঁর দিকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমত খতিয়ান দিয়ে মুখ্যমন্ত্রী এদিন প্রমাণ করার চেষ্টা করেন বাংলা কৃষি ক্ষেত্রে ভারতে সবচেয়ে ভাল ফল করেছে। পরপর ৫ বছর কৃষি সম্মান পুরস্কারকে সামনে রেখে শতাংশে হিসাব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সরকার তথ্য দিয়ে কথা বলে। বাজে বকেনা। বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বিজেপিকে হিংসুটে বলে ব্যাখ্যা করে বলেন, বিজেপি পশ্চিমবঙ্গকে সহ্য করতে পারেনা। তাই কুৎসা রটায়। তথ্য ছাড়া বিভ্রান্তি ছড়ায়। আলিপুরদুয়ারে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এদিন সাফ জানিয়ে দেন, বাংলার মাটি শক্ত মাটি। এখানে দাঁত বসানোর চেষ্টা করলে দাঁত ভেঙে যাবে। রাজ্যের বকেয়া না মিটিয়ে কেন্দ্র জ্ঞান দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।