ফের নাম না করে বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোটবন্দির পর মুখ্যমন্ত্রী যেখানেই জনসভা করেছেন সেখানেই তাঁর নিশানায় ছিল বিজেপি। সিপিএম, কংগ্রেস ছেড়ে ক্রমশ বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। এদিন অবশ্য বিজেপির নাম করেননি। তবে বুদ্ধ পূর্ণিমার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা তরোয়াল হাতে রাস্তায় নাচানাচি করে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করেন তাঁরা নকল ধর্ম করেন। ধর্ম মানে মানবিকতা, কসাইখানা নয়। ধর্মের নামে যাঁরা অস্থিরতার সৃষ্টি করছেন, তাঁরা তাঁর ধর্মের কেউ নন বলেও দাবি করেন মমতা। এদিন সদ্য ঘুরে আসা ওড়িশা বা বিজেপি শাসিত মহারাষ্ট্র বা উত্তরপ্রদেশের নাম করে খোঁচা দেন মুখ্যমন্ত্রী। সাফ জানিয়ে দেন, ধর্মের নামে রাজনীতি মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ বা ওড়িশা চুপ করে মেনে নিতে পারে, কিন্তু বাংলা তা কখনই মেনে নেবে না। চুপ থাকবেনা।