বীরভূমের পাড়ুই হোক বা নানুর। কোথাও কোনও অস্ত্র কারখানা গড়ে উঠতে দেওয়া হবে না। এদিন বীরভূমের বোলপুরে প্রশাসনিক বৈঠক থেকে সরাসরি একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। কাজল শেখকে নাম করে এদিন থামতে বলেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে কাজল শেখ যেন কোনও সমস্যার সৃষ্টি না করেন সেকথা তাঁকে জানিয়ে দেওয়ারও নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী এদিন বিজেপিকেও নিশানা করেন। তাঁর দাবি, দিল্লি থেকে গুণ্ডা পাঠানো হচ্ছে রাজ্যে। আর অস্ত্র ঢুকছে বিহারের মুঙ্গের থেকে। পুলিশকে এদিকে কড়া নজর রাখারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রামনবমীর দিন সিউড়িতে প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিলের বিষয়েও এদিন মুখ খোলেন তিনি। জানিয়ে দেন এ রাজ্যে এসব বরদাস্ত করা হবে না। যদিও বিজেপির পাল্টা দাবি, পুলিশমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী চরম ব্যর্থ। তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর এদিনের অভিযোগও উড়িয়ে দিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব।