লালবাজার অভিযান ঘিরে যখন কলকাতায় তুলকালাম হচ্ছে তখন রাজ্যের দাবিদাওয়া নিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে মুখ্যমন্ত্রী বলেন, ঋণমকুব নিয়ে এদিনও প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন তিনি। জানিয়েছেন বছরে ৪০ হাজার কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে কেটে নিয়ে গেলে রাজ্য কেমন করে চলবে? পাশাপাশি বহু প্রকল্পে কেন্দ্রের টাকা রাজ্য পাচ্ছে না বলেও নালিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টাকার অঙ্কে সেটা প্রায় ৮ হাজার কোটি। গঙ্গার ভাঙন রোধে কেন্দ্রের যে টাকা দেওয়ার কথা ছিল তাও কেন্দ্র দেয়নি বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি। এছাড়া মালদহের আমচাষিরা এতদিন বাংলাদেশে আম রফতানির জন্য যে রফতানি শুল্ক দিতেন তা বাড়িয়ে দ্বিগুণ করে দেওয়া হয়েছে। যা আমচাষীদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এবিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার কথাও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নদিয়ার চূর্ণি নদী নোংরা হয়ে আছে। সেই নদী সংস্কারের জন্যও আবেদন জানিয়েছেন মমতা। তবে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনও কথা তাঁর হয়নি বলে জানিয়েছেন তিনি। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যে গত সোমবার বাম ও এদিন বিজেপি কর্মী সমর্থকেরা পুলিশকে যথেচ্ছ মারধর করেছে বলে দাবি করেন। দাবির সপক্ষে প্রামাণ্য ছবিও মোবাইল খুলে দেখিয়ে দেন তিনি। কোনও পোক্ত ইস্যু ছাড়াই বিরোধীরা রাজ্যেও এভাবে অশান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।