
দেশের অনেক রাজ্যেরই লোগো আছে। কিন্তু পশ্চিমবঙ্গের কোনও লোগো নেই। সরকারি কাগজে অশোক স্তম্ভ ব্যবহার করা হয়। এবার তাই পশ্চিমবঙ্গেরও লোগো তৈরিতে উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী। এজন্য তিনি নিজেই একটি লোগো ডিজাইন করেন। যা পাঠানো হয়েছিল লোগো চূড়ান্ত করার জন্য তৈরি একটি কমিটির কাছে। যারমধ্যে যোগেন চৌধুরীর মত শিল্পী রয়েছেন। তাঁরা মুখ্যমন্ত্রীর করা সেই লোগো চূড়ান্ত করেছেন। এবার তা যাচ্ছে দিল্লিতে। প্রয়োজনীয় ছাড়পত্রের জন্য। সেগুলি পেয়ে গেলে আগামী দিনে পশ্চিমবঙ্গও নিজেদের লোগো ব্যবহার করতে পারবে।