দলীয় কোন্দল থেকে বাইকে চেপে ভয় দেখানো, তোলাবাজি থেকে শিল্পপতিদের ওপর নানাভাবে চাপ সৃষ্টি, হুগলিতে এমন ভূরিভূরি অভিযোগ। যা শুনে কার্যতই অগ্নিশর্মা মুখ্যমন্ত্রী। বারবার বলা সত্ত্বেও শিল্পপতিদের কাছে তাঁকে শুনতে হল তোলাবাজির কথা। একটা কাজ করতে গেলে দীর্ঘদিন কেটে যাচ্ছে। তোলাবাজরা নানাভাবে চাপ তৈরি করছে। এসব এক শিল্পপতির কাছ থেকে শোনার পর এদিন দলীয় বিধায়ক থেকে আঞ্চলিক নেতা, কাউকেই রেয়াত করেননি মুখ্যমন্ত্রী। এসব কিছুতেই তিনি বরদাস্ত করবেন না একথাও সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। নির্দেশ দেন, যারা এসব করছে তাদের প্রশ্রয় না দেওয়ার। একের পর এক দলীয় নেতাদের নাম করে ভর্ৎসনা করেন তিনি। পুলিশকেও ছাড় দেননি। পুলিশ সুযোগ দিচ্ছে বলেই এসব হচ্ছে বলে জানান তিনি। অভিযোগ এলে পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সাফ জানতে চান যারা গুণ্ডামি, মস্তানি করছে তারা কত বড় নেতা? কেন তাদের আটকানো যাচ্ছেনা তাও পুলিশের কাছে জানতে চান তিনি। এদিন মুখ্যমন্ত্রীর সামনে অনেক দলীয় নেতা ও পুলিশ আধিকারিককে আমতা আমতা করতে দেখা গেছে। মুখ্যমন্ত্রীর এদিনের নির্দেশের পর কী তবে ফিরতে চলেছে হুগলির চেহারা। তার মূল্যায়ন করবে সময়।