রাজ্যের জন্য লগ্নি আনার কথা মাথায় রেখেই নেদারল্যান্ডসে পাড়ি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে শিল্পপতিদের সঙ্গে লগ্নি আনার বিষয়ে কথা বলবেন তিনি। রাজ্যে লগ্নি আনার বিষয়ে সদাউদ্যোগী মুখ্যমন্ত্রী বিদেশে গেলে সেখানে শিল্পপতিদের সঙ্গে দেখা করে লগ্নি প্রস্তাব দিয়ে আসেন। তবে নেদারল্যান্ডস সফরে বড় পাওনা হল রাষ্ট্রপুঞ্জের পাবলিক সার্ভিস ফোরাম সম্মেলনে মুখ্যমন্ত্রীর যোগ দেওয়া। তিনি রাজ্যে তাঁর সরকারের সাফল্যের কথা বিস্তারিতভাবে তুলে ধরবেন একটি কনফারেন্সে। বিভিন্ন বৈঠকে যোগ দেবেন তিনি। সোমবার সকালেই নেদারল্যান্ডসের উদ্দেশে পাড়ি দেন তিনি।