বিশ্বব্যাপী জন পরিষেবার মূল্যায়নে প্রথম হল বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত কন্যাশ্রী প্রকল্প ৬৩টি দেশের ৫৫২টি প্রকল্পকে পিছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নিল রাষ্ট্রসংঘের মঞ্চে। এদিন নেদারল্যান্ডসের রাজধানী দ্যা হেগ-এ রাষ্ট্রসংঘের জনপরিষেবা মূলক কর্মসূচী প্রকল্পের বিশ্বব্যাপী মূল্যায়ন ছিল। সেই তালিকায় স্থান পায় বাংলার কন্যাশ্রী প্রকল্পও। সেই সূত্রেই মুখ্যমন্ত্রীর নেদারল্যান্ডস যাত্রা। এদিন ছিল চূড়ান্ত ফল ঘোষণা।
রাষ্ট্রসংঘের চতুর্থ মুখ্য কেন্দ্র দ্যা হেগ শহর। এবছর সেখানেই বসেছিল রাষ্ট্রসংঘের জনপরিষেবা বিষয়ক সম্মেলন ও আলোচনা সভা। সেই সম্মেলনে জনপরিষেবার বিষয়ে সেরা পাঁচ শতাধিক প্রকল্পকে বেছে নেওয়া হয় বিশ্বের সামনে তুলে ধরার জন্য। এদিন সেই মঞ্চেই সেরার সেরা হল কন্যাশ্রী। মুখ্যমন্ত্রী নিজে মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করেন প্রকল্পের পুরোধা হিসাবে।