দিঘায় মঙ্গলবার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রাক্টর, সেলাই মেশিন প্রদান করেন তিনি। দিঘার অর্থনীতির মূল ভিত্তি পর্যটন। সেই পর্যটন শিল্পকে বিশ্ব পর্যায়ে উন্নীত করতে তাঁর সরকার সবরকম চেষ্টা করবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। দিঘা নিয়ে বহুদিন ধরেই মুখ্যমন্ত্রীর ভাবনা চিন্তা রয়েছে। দিঘাকে গোয়া বানানোর কথাও তিনি আগেই জানিয়েছিলেন।
সেই লক্ষ্যেই কার্যত ছোটার কথা এদিন তাঁর ঘোষণায় উঠে এল। দিঘার সমুদ্র সৈকতকে সাজিয়ে তোলার পাশাপাশি শঙ্করপুরের মত নব্য পর্যটন কেন্দ্রগুলিকেও বিশেষ গুরুত্ব দিয়ে সাজিয়ে তোলা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। যাতে সেখানেও পর্যটন একটা নিজের জায়গা করে নিতে পারে। এছাড়ার দিঘার উন্নয়নে সেখানে একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কথাও এদিন জানান মুখ্যমন্ত্রী।