Kolkata

গো-রক্ষকের নামে গো-রাক্ষস তৈরি হয়েছে : মমতা

দেশে গোরক্ষক নাম দিয়ে গো-রাক্ষস তৈরি হয়েছে। এদিন ২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে এই ভাষায় কটাক্ষ করলেন তৃণমূলনেত্রী। দেশজুড়ে গো-রক্ষকদের হাতে বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন মানুষ। যা নিয়ে ক্রমশ সমালোচনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে। সম্প্রতি প্রধানমন্ত্রী নিজেই পরামর্শ দিয়েছেন, রাজ্যগুলি যেন এদের বরদাস্ত না করে কড়া পদক্ষেপ করে। আইনশৃঙ্খলা কেউ যেন নিজের হাতে তুলে নিতে না পারে। এদিন সেই গো-রক্ষার নামে তাণ্ডব যে মমতার বক্তব্যে জায়গা পাবে তা বলাইবাহুল্য।

এদিন আরও কিছুটা সুর চড়িয়ে মমতা বলেন, কে কী খাবে, কে কী পড়বে, এমনকি গর্ভবতী মহিলারা ডিম খাবেন না তাও স্থির করে দেওয়া হচ্ছে। উদাহরণ দিতে গিয়ে মমতার দাবি, মধ্যপ্রদেশের অনেক হাসপাতালে রোগী ভর্তি করতে গেলে প্রথমে রোগীর হাত দেখছেন জ্যোতিষীরা। যদি তাঁরা বলছেন যে রোগী বাঁচবে তবেই নাকি তাঁর চিকিৎসা শুরু করছেন চিকিৎসকেরা। কার্যত চ্যালেঞ্জের সুরেই মমতা জানান এর শেষ দেখে ছাড়বেন।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button