এখানে কারা কারা ফেসবুক, ট্যুইটার করেন? সভামঞ্চ থেকে তৃণমূলনেত্রীর করা প্রশ্নের জবাবে ভিড় থেকে অনেক হাত ওঠে। তাঁদের মমতার পরামর্শ ফেসবুক, ট্যুইটারে নজর রাখুন। এখানে অনেক মিথ্যা প্রচার হচ্ছে। সেদিকে নজর রেখে প্রতিবাদ করুন। মিথ্যা প্রচার হলে পুলিশকে জানান। পাহারাদারের কাজ করুন। দাঙ্গা হতে দেবেন না।
মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, ফেসবুক ভাল। কিন্তু অনেকে একে ফেকবুক বানিয়েছে। কুমিল্লা, গোধরা থেকে ভোজপুরি সিনেমার ছবি তুলে ধরে রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন বিজেপি নেতারা। রাজ্যের শান্তি বজায় রাখতে পুলিশের তৈরি শান্তিবাহিনীকে সাহায্য করার জন্যও সমবেত সকলকে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।