
নির্বাচনের দিন ঘোষণার পর থেকে রাজ্যের সর্বত্র দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করতে চরকিপাক দিয়ে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নিজের কেন্দ্র ভবানীপুরেই এতদিন জনসংযোগ করার সুযোগ পাননি। আগামী ৩০ এপ্রিল তাঁর নিজের ভাগ্য নির্ধারণ। তার আগে রবিবার প্রথম নিজের কেন্দ্রে প্রচার করলেন মমতা। হরিশ চ্যাটার্জী স্ট্রিট থেকে এদিন একটি পদযাত্রা করেন তিনি। পদযাত্রায় মমতার সঙ্গে পা মেলান শোভনদেব চট্টোপাধ্যায় সহ তৃণমূলের কর্মী, সমর্থকেরা। পড়ন্ত রোদে বিভিন্ন রাস্তা ঘুরে মিছিল শেষ হয় চেতলায়। যাত্রাপথে তৃণমূল নেত্রীর সঙ্গে পা মেলান বহু মানুষ। অনেককে আবার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। মিছিলকে বর্ণময় করে তুলতে ছিল তিনরঙের বেলুন। রাস্তায় দাঁড়িয়েই সংক্ষিপ্ত বক্তৃতায় এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা করেন তৃণমূলনেত্রী। তবে অন্যান্য মিছিলে তৃণমূলের অন্য বহু নেতা চোখে পড়লেও এদিন তাঁদের মমতার পাশে দেখা যায়নি।