নোটবন্দিতে কোটি কোটি টাকা নষ্ট হয়েছে। নোট বাতিলে বিজেপির হাজার হাজার নেতার ঘরে টাকা ঢুকেছে। অন্যদিকে পড়েছে দেশের জিডিপি গ্রোথ, ব্যাঙ্কের এনপিএ বেড়েছে, প্রায় ১২ হাজার কৃষক আত্মঘাতী হয়েছেন। এদিন ফের নোটবন্দিকে আক্রমণ করে এই ভাষায় সোচ্চার হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি রাজ্যেও কৃষকদের দুর্দশা হত। তাঁর সরকার কৃষি জমিতে খাজনা মকুব করে সেই অবস্থা সামাল দিয়েছে। কৃষকদের বাঁচিয়েছে।
মুখ্যমন্ত্রীর দাবি, দেশের অর্থনীতিকে নোটবন্দি দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। এসব কিছুর জন্য বিজেপির দিকেই আঙুল তোলেন তিনি। এদিন তাঁর প্রধান নিশানা যে বিজেপি ছিল তা বলাই বাহুল্য। সামান্য জায়গা পেয়েছে সিপিএমকে আক্রমণ। তবে কংগ্রেসকে ভুলেও আক্রমণের পথে যাননি মমতা। ২০১৯-কে পাখির চোখ করে বিরোধী ঐক্য সুদৃঢ় করতেই কী তবে কংগ্রেস বিরোধিতা এড়িয়ে চলা? প্রশ্ন উঠছে।