বাচ্চা জন্মালেই আধার দরকার। এটা কোনও কথা হল! তার মণিই তো তখনও স্থির হয়নি! এখন তো কেন্দ্র যেখানে পারছে আধার লিঙ্ক করতে বলছে। সে বাথরুমে গেলেও আধার, বিয়ে করতে গেলেও আধার। এদিন আধার লিঙ্ক নিয়ে ফের কটাক্ষের সুর শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তাঁর দাবি, আধার লিঙ্কের নামে মানুষের গোপনীয়তা ভেঙে দিচ্ছে কেন্দ্র।
বেশ কিছুদিন ধরেই আধার লিঙ্কের বিরোধিতায় সোচ্চার মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আধারে থাকা মানুষের গোপন তথ্য সম্পূর্ণ সুরক্ষিত না করেই কেন্দ্র আধার লিঙ্ক করার জন্য সব ক্ষেত্রে চাপ দিচ্ছে। তাতে দেশের মানুষের গোপনীয়তা ভেঙে যাচ্ছে। বেরিয়ে পড়ছে তাঁর সম্বন্ধীয় তথ্য। এদিন ২১-এর মঞ্চে আধার বিরোধিতাও জায়গা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে।