রান্নার গ্যাসে ভর্তুকি বন্ধ থেকে সাধারণ মানুষের সঞ্চয় আমানতের ওপর এসবিআই-এর সুদ কমানোর সিদ্ধান্ত, গত সোমবার একের পর এক সিদ্ধান্ত কার্যত মধ্যবিত্তের কপালের ভাঁজ পুরু করেছে। সব মিলিয়ে আর্থিক বোঝা যে বেড়েছে তা পরিস্কার। কেন্দ্রের এমন মধ্যবিত্ত বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে গত সোমবারই ট্যুইটারে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ক্ষোভ উগরে দিলেন প্রকাশ্য জনসভায়।
উত্তর দিনাজপুরের চোপরায় এদিন প্রশাসনিক বৈঠকের আগে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এলপিজি-র ওপর থেকে ভর্তুকি তুলে নেওয়ার সিদ্ধান্তের জন্য কেন্দ্রকে তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের সামাজিক দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। এই সিদ্ধান্তে দেশের গরীব মানুষের সমস্যা বাড়ল বলেই দাবি করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এসবিআই-এর সিদ্ধান্ত নিয়ে তাঁর পাল্টা প্রশ্ন, সাধারণ মানুষ তাঁদের কষ্টার্জিত অর্থ ব্যাঙ্কে জমা রাখেন। সেখানে সুদ কমালে কী তাঁরা এবার ফের চিটফাণ্ডে টাকা রাখবেন?
এদিন পাহাড় নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। পাহাড় অচলের সিদ্ধান্ত থেকে মোর্চাকে সরে আসারই আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর দাবি, এতে সেখানকার সাধারণ মানুষই সমস্যায় পড়ছেন। খাবার পাচ্ছেন না। এই অবস্থায় মোর্চাকে আন্দোলন থেকে সরে এসে পাহাড়ে শান্তি ফেরানোর বার্তা দেন মুখ্যমন্ত্রী।