
এতদিন ধরে ভোট চললে উন্নয়ন স্তব্ধ হয়ে যায়। এদিন মহেশতলার কালিনগরের জনসভা থেকে ফের এভাবেই নির্বাচন কমিশনের সাতদফা নির্বাচনকে কটাক্ষ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই সাতদফা ভোট নিয়ে কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করে এসেছেন মমতা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে বলেও এদিন অভিযোগ করেন তিনি। বারবার ভোটে সন্ত্রাস নিয়ে তৃণমূলের দিকেই আঙুল উঠলেও এদিন কার্যত উল্টো চাপ তৈরি করেছেন তৃণমূলনেত্রী। তাঁর পাল্টা দাবি, এর আগে বাংলার কোনও ভোটে এত সন্ত্রাস তিনি দেখেননি। এদিন ফের একবার বাম-কংগ্রেস জোট নিয়ে তোপ দেগেছেন তিনি। কংগ্রেসকে লতানে গাছের সঙ্গে তুলনা করে জোটকে কটাক্ষ করেন মমতা।