বুধবার পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ ও দমকলের আধিকারিকরাও। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী পুজোর বিসর্জনের নির্ঘণ্ট প্রকাশ করেন। এবার বিজয়ার পরের দিন মহরম। সেকথা মাথায় রেখে গতবারের মত এবারও বিজয়ার দিন সন্ধে ৬টা পর্যন্ত বিসর্জন দেওয়া যাবে। পরদিন ১ অক্টোবর, রবিবার বন্ধ থাকবে বিসর্জন। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর সকাল থেকে ফের বিসর্জন দেওয়া যাবে প্রতিমা। এবার রাজ্য সরকারের উদ্যোগে পুজো কার্নিভাল দ্বিতীয় বর্ষে পা রাখতে চলেছে। এদিন মুখ্যমন্ত্রী জানান, রেড রোডে কার্নিভাল হবে ৩ অক্টোবর। গতবারের চেয়ে এবার বেশি সংখ্যক পুজো কমিটি এই কার্নিভালে যোগ দেওয়ার সুযোগ পাবে।
এদিকে এবার অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের আসর বসছে ভারতে। যার ফাইনাল সহ ১০টি ম্যাচ পেয়েছে কলকাতা। ফলে দেশ বিদেশের বহু মানুষের ভিড় জমবে এখানে। সেকথা মাথায় রেখে ৫ অক্টোবরের আগেই রাস্তায় তৈরি পুজোর প্যান্ডেল এবার খুলে ফেলার জন্য পুজো উদ্যোক্তাদের অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। খুলে ফেলতে হবে বিজ্ঞাপনের যাবতীয় ব্যানার, হোর্ডিং-ও।