Kolkata

আরও এক দফা মহার্ঘ ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ালেন বাৎসরিক ছুটিও

রাজ্য সরকারি কর্মচারিদের জন্য সুখবর। তাঁদের জন্য ১৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১ জানুয়ারি থেকে এই ডিএ পাবেন তাঁরা। এদিন নজরুল মঞ্চে সরকারি কর্মীদের অনুষ্ঠানে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রতি বছর এই সময়ে বাৎসরিক ডিএ ঘোষণা করেন তিনি। তবে এবার রাজ্য সরকারি কর্মচারিরা ডিএ পাবেন সর্বাধিক। এছাড়া আরও একটি প্রতিশ্রুতিতে হল জুড়ে করতালির বন্যা বয়ে যায়। মুখ্যমন্ত্রী জানান, তিনি চেষ্টা করবেন ২০১৯ সালের মধ্যে যাবতীয় বকেয়া ডিএ মিটিয়ে দিতে। তবে কোনও প্রতিশ্রুতি নয়, চেষ্টার স্তরেই বিষয়টিকে আপাতত রেখেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, রাজ্য সরকারি কর্মচারিরা যাতে সঠিক সময়ে মাইনেটা পান সেটা নিশ্চিত করা তাঁর প্রথম লক্ষ্য। তারপর ডিএ। তাই মাইনে ঠিকঠাক রেখেই ডিএ বাড়াতে চান তিনি। তবে তাঁকে চাপ দিয়ে কোনও ডিএ আদায় করা যাবে না বলেও এদিন প্রকারান্তরে বিরোধী কর্মচারি সংগঠনগুলিকে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।


এতদিন বছরে ২৭টি ছুটি পেতেন সরকারি কর্মচারিরা। এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এবার থেকে আরও ৮টি ছুটি বেশি পাবেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারিরা। এর ফলে সামনের বছর থেকে মোট ৩৫টি ছুটি উপভোগ করবেন সরকারি কর্মচারিরা।

এদিন সরকারি কর্মচারিদের একগুচ্ছ কড়া কথাও শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। দিনের পর দিন ফাইল আটকে রাখার প্রবণতা অবিলম্বে ত্যাগ করার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব ফাইল ছাড়ুন।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button