পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে দলীয় ঐক্যকে সুদৃঢ় করতে তিনি যে বদ্ধপরিকর তা এদিন দলীয় নেতানেত্রীদের কাছে পরিস্কার করে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দলের কোর কমিটির বৈঠকে তাঁর স্পষ্ট বার্তা, দলের গোষ্ঠীদ্বন্দ্ব দ্রুত মিটিয়ে নিয়ে সংঘবদ্ধ হতে হবে। দক্ষিণ ২৪ পরগনার দলীয় নেতা গোবিন্দ নস্কর ও শওকত মোল্লার দ্বন্দ্ব বেশ পরিচিত। সেই ঝামেলা দ্রুত মিটিয়ে তাঁদের সংঘবদ্ধভাবে দলের জন্য কাজ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ২ নেতাকে কড়া বার্তাই দিয়েছেন তিনি।
নেত্রীর কড়া ভাষার হাত থেকে রেহাই পাননি কৃষি বিপণনমন্ত্রী তপন দাশগুপ্তও। তৃণমূলনেত্রী তপনবাবুকে পরিস্কার করে জানিয়ে দেন তিনি হুগলি জেলার কোটায় মন্ত্রী হয়েছেন। কিন্তু সেই জেলার উন্নয়নেই কোনও কাজ করছেন না। এভাবে চললে তপনবাবুকে যে তাঁর মন্ত্রিত্ব খোয়াতে হবে তাও এদিন প্রকাশ্যেই স্পষ্ট করে দেন নেত্রী।
২০১৯ পাখির চোখ। তার আগে পঞ্চায়েত নির্বাচনের আগেই দলীয় ঐক্য নিশ্চিত করতে তিনি যে কতটা মরিয়া তা এদিন তৃণমূলের অন্যান্য নেতানেত্রীর কাছে পরিস্কার করে দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।