গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ-র নতুন বোর্ড গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে বিনয় তামাংকে। ভাইস চেয়ারম্যান হয়েছেন অনীত থাপা। এদিন একথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, আইন মেনেই নতুন বোর্ড গঠন করা হয়েছে। পাশাপাশি লুকআউট নোটিস জারি হওয়া গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি কীকরে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে দেখা করতে পারলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর পদ একটি সাংবিধানিক পদ। সেই পদে বসে একজন লুকআউট নোটিস জারি হওয়া ব্যক্তির সঙ্গে কীকরে দেখা করলেন রাজনাথ সিং? তিনি হলে একাজ করতেন না বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। যদিও বিজেপির পাল্টা প্রশ্ন, তাই যদি হবে তবে একাধিক মামলায় অভিযুক্ত বিনয় তামাং-এর সঙ্গে মুখ্যমন্ত্রী কীভাবে দেখা করলেন?