মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে নতুন পালক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁকে ডিলিট দেওয়া হতে চলেছে। সামাজিক কাজ ও শিল্প সাহিত্যে তাঁর অবদানের জন্য মুখ্যমন্ত্রীকে ডিলিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শতাব্দী প্রাচীন এই বিশ্ববিদ্যালয়। এদিন ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট ও সিন্ডিকেটের বৈঠক। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
ঠিক হয়েছে এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হবে নজরুল মঞ্চে। সেখানেই আগামী ১১ জানুয়ারি মুখ্যমন্ত্রীকে ডিলিট প্রদান করা হবে। এই অনুষ্ঠানে ভাষণও দেবেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে ডিলিট সম্মানে ভূষিত হতে চলেছেন।