মোবাইলের সঙ্গে আধার নম্বর যুক্ত করা নিয়ে কেন্দ্রের নির্দেশ তিনি মানবেন না। তাতে যদি তাঁর ফোন কেটে দেয় দেবে। বুধবার একথা স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, একজন ব্যক্তির ব্যক্তিগত কথোপকথনে নজরদারি চালানোর কোনও অধিকার কেন্দ্রের নেই। শুধু নিজে বলেই নয়, তৃণমূল নেতা কর্মীদেরও মোবাইলের সঙ্গে আধার নম্বর যুক্ত করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
মোবাইলে আধার নম্বর যুক্ত করার বিরুদ্ধে অনেকদিন ধরেই সরব মুখ্যমন্ত্রী। বারবার তিনি প্রকাশ্যে জানিয়েছেন, এতে মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকার আর জায়গা থাকছে না। সেই সুরক্ষা নিশ্চিত না করে কোথাওই আধার নম্বর যুক্ত করা কেন্দ্রের উচিত নয় বলেও দাবি করেন মমতা।