
বিকেলেই শেষ প্রচার। তার ঠিক আগেই দক্ষিণ কলকাতার সুলেখা মোড় থেকে প্রচার মিছিল করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে পা মেলান রাসবিহারী কেন্দ্রের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, যাদবপুরের প্রার্থী মণীশ গুপ্ত, টালিগঞ্জের প্রার্থী অরূপ বিশ্বাস, কসবা কেন্দ্রের প্রার্থী জাভেদ খান। ছিলেন স্থানীয় নেতানেত্রী ও কর্মী-সমর্থকেরা। মিছিল সাড়ে ৩টেয় শুরু হয়ে যতই গোলপার্কের দিক এগিয়েছে ততই ভিড় উপচে পড়েছে। বহু মানুষকে রাস্তার ধারে দাঁড়িয়ে তৃণমূলনেত্রীর দিকে হাত নাড়তে দেখা যায়। অনেকে এগিয়ে এসে প্রণামও করেছেন তাঁকে। হাতে ধরিয়ে দিয়েছেন ফুল। তৃণমূলনেত্রীর সুরক্ষার কড়াকড়ি থাকলেও মানুষের উচ্ছাস ছিল কার্যতই বাধভাঙা। পদযাত্রার যাত্রাপথের মাঝেমাঝেই ছোট ছোট মঞ্চ করা হয়েছিল। সেখানে দাঁড়িয়ে ভোট প্রার্থনার পর ফের পা মিলিয়েছেন তিনি। বারবার বলেছেন কেন্দ্রীয় বাহিনীকে ভয় না পেয়ে ভোট দেওয়ার জন্য। শনিবার তাঁর নিজের কেন্দ্রেও ভোট। তার আগে প্রচারের শেষবেলায় কার্যতই জনপ্রিয়তায় ভেল্কি দেখিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।