
বণিকসভার আমন্ত্রণে সাড়া দিয়ে মঙ্গলবার দুপুরেই মুম্বই গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী জানুয়ারিতেই রাজ্যে বিশ্ববঙ্গ সম্মেলন। তার আগে মুম্বইয়ে মুখ্যমন্ত্রীর এই সফর যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তা মেনে নিচ্ছিলেন সকলেই। রাজ্যে বিনিয়োগ আনতে মুখ্যমন্ত্রী যে কতটা মরিয়া তা এদিন বোঝা গেল মুম্বই পৌঁছনোর পরই। সন্ধেয় সেখানে পৌঁছে কোনও বিশ্রাম না নিয়েই মুখ্যমন্ত্রী হাজির হন শিল্পপতি মুকেশ আম্বানির বাড়িতে।
সেখানে দুজনের একঘণ্টারও বেশি সময় একান্তে আলোচনা হয়। পরে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে আরও বিনিয়োগ নিয়ে মুকেশ আম্বানির সঙ্গে তাঁর কথা হয়েছে। জানুয়ারিতে বিশ্ববঙ্গ সম্মেলনেও মুকেশ আম্বানিকে নিমন্ত্রণ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, মুকেশ আম্বানি সম্মেলনে আসবেন বলেও কথা দিয়েছেন।