শেষ পর্যন্ত তাঁকে মুখ খুলতেই হল। যেভাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায় বিশ্ব বাংলার লোগো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিঁধে বকলমে মুখ্যমন্ত্রীকেই টার্গেট করতে চাইছেন, তার পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এদিন বিধানসভায় দাঁড়িয়ে বলেন, বিশ্ব বাংলার লোগো তাঁর সৃষ্টি। তিনিই সেটি ডিজাইন করেছেন। গাড়িতে সফর করতে করতে ডিজাইনটা তাঁর মাথায় আসে। সেখানেই এঁকে ফেলেন সেটি। বিশ্ব বাংলা তাঁর স্বপ্ন। আর স্বপ্ন বিক্রি হয়না। তাই লোগো বিক্রি করার কথা তিনি ভাবতেই পারেন না। ২০১৪ সালের ২৩ মার্চ তিনি লোগোটি ব্যবহার করার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে দেন। সরকার তা ব্যবহার করছে। সরকার যতদিন চাইবে এটা ব্যবহার করতে পারবে। আর যেদিন সরকার আর এই লোগো ব্যবহার করবে না সেদিন লোগো তাঁর কাছেই ফেরত আসবে।
এদিন মুকুল রায়ের নাম না করেই মুখ্যমন্ত্রী বলেন, কিছু মানুষ লোগো নিয়ে অযথা বিতর্কের সৃষ্টি করছেন। মিথ্যা প্রচার করছেন। কুৎসা রটানোর চেষ্টা চলছে। পরে মুখ্যমন্ত্রীর বক্তব্য সকলের সামনে তুলে ধরেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিকে এর কোনও উত্তর এদিন মুকুল রায় দেননি।