কারও কোনও প্ররোচনায় পা দেবেন না। বিজেপি প্ররোচনা দেওয়ার চেষ্টা করে। রাজনৈতিক ফায়দা তুলতেই তারা এই প্ররোচনা দেয়। সাবধান থাকবেন। কোনও অশান্তি হতে দেবেন না। এদিন গোসাবায় একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোসাবার বাসিন্দাদের নিজের নিজের পাড়ায় কড়া নজর রাখার পরামর্শ দেন তিনি। অজানা কোনও লোককে পাড়ায় ঢুকতে না দেওয়ার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নজর রাখুন। অচেনা কাউকে পাড়ায় ঢুকতে দেবেননা। তাঁরও গোসাবার দিকে নজর থাকবে বলে সকলকে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।
এদিন দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। দুপুরে সেখানকার পাওয়ার হাউস মাঠে সভা করেন তিনি। সেখানেই গোসাবার মানুষকে বিজেপির থেকে সাবধান থাকা পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী সুন্দরবনকে নতুন জেলা হিসাবে স্বীকৃতি দেওয়ার কথাও ঘোষণা করেন।