Kolkata

কালীঘাটে মিষ্টি হাতে এলেন লক্ষ্মী মিত্তল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কালীঘাটের বাড়িতে এসে দেখা করলেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি লক্ষ্মী মিত্তল। সম্প্রতি ভারতীয় এই স্টিল ব্যারনের সঙ্গে ইংল্যান্ডে দেখা করেন মুখ্যমন্ত্রী। ইংল্যান্ডে ভগিনী নিবেদিতার বাড়িকে ব্রিটিশ সরকার ‘ব্লু প্লাক’ হিসাবে স্বীকৃতি দেওয়ার অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মমতা। সেই সময়ে রাজ্যে বিনিয়োগ টানতে শিল্পপতিদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। সেসময়ে নিজেই লক্ষ্মী মিত্তলের বাড়ি গিয়ে দেখা করেন মমতা। এদিন কলকাতায় এসে লক্ষ্মী মিত্তল এলেন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী উষা মিত্তলও। মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় তাঁর। কেউই আলোচনা নিয়ে কিছু না বললেও মনে করা হচ্ছে রাজ্যে বিনিয়োগ নিয়েই কথা হয় দুজনের।

সেন্ট জেভিয়ার্সের প্রাক্তনী, কলকাতার ছেলে লক্ষ্মী মিত্তল এখন বিশ্বের অন্যতম ধনীদের একজন। খুব স্বাভাবিকভাবেই তিনি যদি রাজ্যে বিনিয়োগ করেন তা রাজ্যের জন্য ডবল পাওনা হবে। একদিকে মোটা অঙ্কের বিনিয়োগ যেমন আসবে, তেমনই বড় লগ্নিকারীরা মিত্তলকে রাজ্যে বিনিয়োগ করতে দেখে উৎসাহী হবেন। এদিন যদিও কিছুটা ঘরোয়া মেজাজেই ছিলেন আর্সেলর মিত্তল কর্তা। মিষ্টি নিয়ে আর পাঁচজন বাঙালি যেমন আত্মীয় পরিজনের বাড়ি যান তেমনই মিষ্টি হাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে হাজির হন তিনি। জানুয়ারিতে বিশ্ব বঙ্গ সম্মেলনে লক্ষ্মী মিত্তলকে আমন্ত্রণ জানিয়েছেন মমতা। সেখানে লক্ষ্মী মিত্তল উপস্থিত থাকলে তা রাজ্যে বিনিয়োগ মানচিত্রেও প্রভাব ফেলবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button